নীতীশের দলের বিরুদ্ধে সব আসনে প্রার্থী, পাসোয়ানরা থাকছেন বিজেপির সঙ্গে

 

নীতীশ কুমারের সঙ্গে নির্বাচন লড়বে না রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। তাই বিহারে নীতীশের জেডি (ইঈউ) দলের বিরুদ্ধে সব আসনে প্রার্থী দেবে তারা। রবিবার সংসদীয় দলের বৈঠকে তাদের তরফে জানানো হয়েছে, বিজেপির সঙ্গে আসন সমঝোতা বজায় রাখছে তারা। তাছাড়া জাতীয় স্তরে যে বিজেপির সঙ্গে সমঝোতা বজায় থাকছে, তাও জানানো হয়েছে এলজেপির তরফে। অনেক দিন ধরেই এনডিএ’র বড় শরিক জেডিইউয়ের আচরণে ক্ষুব্ধ লোক জনশক্তি পার্টি। জেডিইউকে বেশি আসন ছাড়তে নারাজ ছিল তারা। অন্যদিকে, চিরাগকে বাদ দিয়েই জেডিইউয়ের সঙ্গে আসনরফা চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। ঠিক হয়েছে, এনডিএর দুই বড় জোটসঙ্গী লড়বে ৫০:৫০ ফর্মুলায়। বিজেপি নিজেদের কোটা থেকে বড়জোর ১৫টি আসন ছাড়তে রাজি বলেও ৪২টির কমে রাজি ছিল না পাসোয়ানরা। জানা গিয়েছে, চিরাগ পাসওয়ানের দল ২৪৩ আসনের বিহার বিধানসভায় মোট ১০০-র বেশি আসলে লড়বে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post