আত্মঘাতী ধর্ষিতা নাবালিকা, পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আত্মহত্যার চেষ্টা বাবার

 

ছত্তিশগড়ের কোন্দাগাঁও গ্রামের এক নাবালিকা ধর্ষিতা হওয়ার পর আত্মহত্যা করেছিল জুলাইয়ের ২০ তারিখে। স্থানীয় থানার পুলিশ গত দু মাসেও সেই ঘটনার এফআইআর করেনি। তারপর নাবালিকার বাবা আত্মহত্যার চেষ্টা করলে ব্যবস্থা নেয় পুলিশ। পুলিশ জানায়, ওই নাবালিকা পাশের গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। তাকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে দুই মদ্যপ কয়েক ঘণ্টা ধরে ধর্ষণ করে। তাদের সঙ্গে পর যোগ দেয় আরও পাঁচজন। ওই নাবালিকা তার বন্ধুকে জানায়, ধর্ষকরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ২০ জুলাই সে আত্মঘাতী হয়। পুলিশ তদন্ত করে কারণ জানতে পারলে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে নাবালিকার আত্মীয়দের। পুলিশের সাফাই, আত্মীয়রা আইন জানেন না বলেই ফের পুলিশের কাছে যাননি। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। জাতীয় শিশুসুরক্ষা কমিশন তদন্তের বিশদ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সাত অভিযুক্ত পলাতক।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post