অনুষ্কার স্বামী রাশিদ খান?

 

এমনই মজাদার ঘটনা ঘটছে গুগলে। সেখানে Rashid khan's wife লিখলেই বেরিয়ে আসছে অনুষ্কা শর্মার নাম। আফগানিস্তানের ক্রিকেটার রাশিদ। ওই দেশ যে কোনওদিন টেস্ট ক্রিকেট খেলবে কেউ কল্পনা করেনি। তারই মধ্যে রাশিদ এক তারকা ক্রিকেটার। দেশে হয়ে টেস্ট, ওয়ান ডে, T 20 খেলেছেন। ডানহাতি স্পিনার এই মুহূর্তে বিশ্বের বিস্ময়| IPL খেলছেন ২০১৭ থেকে সানরাইস হায়দ্রাবাদে নিয়মিত খেলোয়াড়। দল তাঁকে ছাড়া অচল বলেছেন ভি ভি এস লক্ষণ। সেই মুখচোরা লাজুক রশিদের সাথে অনুষ্কার নাম জড়াল কী করে? আসলে এটি গুগলের ভুল। রাশিদ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর প্রিয় নায়িকা অনুষ্কা ও প্রীতি জিন্টা। তাতেই বোঝার ভুলে এই কাণ্ড! এসব দেখে বিরাট অনুষ্কা খুব মজা পেয়েছেন। 


 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post