ডেবিট, ক্রেডিট কার্ড থেকে ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্যবিমায় বড়সড় বদল আজ থেকেই

 

 ১ অক্টোবর থেকেই বেশকিছু পরিবর্তন হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের নিয়মকানুনের। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে এই রদবদল। এখন থেকে সব ক্রেডিট, ডেবিট কার্ড শুধুমাত্র ভারতের এটিএম ও জিনিসপত্র কেনার জায়গায় ব্যবহার করা যাবে। দেশের বাইরে ক্রেডিট কার্ড ব্যবহার করতে হলে ব্যাঙ্ককে জানাতে হবে। যাদে ক্রেডিট বা ডেবিট কার্ড আছে, তারা নিজেদের আর্থিক সঙ্গতি বিবেচনা করে ব্যবহার করার অনুমতি নিজেরাই দিতে পারবেন। দেশেবিদেশে অনলাইনে কখনও ব্যবহার করা হয়নি এমন সব কার্ডকে নিষ্ক্রিয় করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অনলাইন লেনদেনে এখন কার্ড ব্যবহারকারীরা নিজেদের পছন্দ রেজিস্টার করতে পারবেন। অপ্ট ইন, অপ্ট আউট ছাড়াও খরচের সীমা, আন্তর্জাতিক লেনদেন ও অন্য পরিষেবা বেছে নিতে পারবেন। কার্ড ব্যবহারকারীরা এখন ২৪ ঘণ্টাই মোবাইলে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে বা ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সুইচ অফ বা অন কিংবা লেনদেনের সীমা পাল্টানোর সুবিধা পাবেন। কন্টাক্টলেস কার্ড বাছার সুযোগও দেওয়া হচ্ছে। এছাড়াও সাইবার সুরক্ষার জন্য ড্রাইভিং লাইসেন্স, স্বাস্থ্যবিমাতেও বদল আনা হয়েছে। এখন থেকে গাড়ির যাবতীয় নথিপত্র একটি পোর্টালেই পাওয়া যাবে। হাই সিকিউরিটি নম্বর প্লেট, কালার কোডেড ফুয়েল প্লেট চালু হচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post