ইসলামি মৌলবাদীদের হাতে এবার প্রাণ হারালেন এক ফরাসি শিক্ষক। তাঁর স্কুলেই তাঁর মুণ্ড কেটে নেওয়া হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ জানিয়েছেন, এটা ইসলামি সন্ত্রাসবাদী হামলা। আততায়ীকে পুলিশ গুলি করে মেরেছে। তার পরিচয় জানানো হয়নি। তার পরিচয়পত্রে দেখা যাচ্ছে, ২০০২ সালে মস্কোয় জন্মেছে সে। আততায়ীর সঙ্গে সম্পর্কিত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে একটি নাবালকও। প্য।রিসের উপকণ্ঠে একটি মিডল স্কুলে এই হামলা হয়।নিহত শিক্ষক ইতিহাসের ক্লাসে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে পড়ানোর সময় একটি বিতর্কিত কার্টুন পড়ুয়াদের দেখান। তার আগে তিনি মুসলিম ছাত্রছাত্রীদের ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে বলেন। ২০১৫ সাল থেকেই ফ্রান্সে ইসলামি জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। শার্লি হেবদো পত্রিকায় একটি বিতর্কিত কার্টুনের জেরে পত্রিকার অফিসে সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়েছিলেন ১৭ জন সাংবাদিক ও সংবাদকর্মী।
Post a Comment
Thank You for your important feedback