জামিন পেলেন রিয়া, সুশান্তের অ্যাকাউন্টে গরমিল খুঁজে পেল না সিবিআই

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকাণ্ডে জামিন পেলেন রিয়া চক্রবর্তী। বুধবার রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। জামিন পেয়েছেন স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাওয়ন্ত। গত ৯ সেপ্টেম্বর মাদক যোগে রিয়াকে গ্রেপ্তার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জামিন পাননি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী। আবদপল বাসিতের জামিনের আবেদন নাকচ হয়েছে। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে রিয়ার জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। উল্লেখ্য প্রভাবশালী তত্ত্বে রিয়ার জামিনের বিরোধিতা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
অন্যদিকে, এইমসের ডক্তারদের তদন্ত রিপোর্ট জানিয়েছে সুশান্ত সিং রাজপুত খুন হননি, আত্মহত্যাই করেছেন। এবার সিবিআই জানাচ্ছে, অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনওরকম গরমিল তারা খুঁজে পায়নি। নেই রিয়া চক্রবর্তীর কোনও অপরাধমূলক কাজের প্রমাণও। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, গত ৫ বছরে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৭০ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। তারমধ্যে মাত্র ৫৫ লাখের সঙ্গে রিয়ার যোগ রয়েছে। তার বেশিটাই খরচ হয়েছে ভ্রমণ, স্পা ও উপহারে। সুশান্তের অ্যাকাউন্টের ফরেনসিক অডিটও করা হয়েছে। তাতেও রিয়া টাকা সরিয়েছেন এমন কোনও প্রমাণ মেলেনি। আত্মহত্যার পক্ষে আর কী কী কারণ হতে পারে সিবিআই এখন তা খুঁজে দেখছে। উল্লেখ্য, সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং বিহার পুলিশের কাছে এফআইআর করে অভিযোগ করেছিলেন, রিয়া তাঁর ছেলের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা হাতিয়েছেন। সিবিআই অন্তত ২৪ জনকে জেরা করেছে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post