সুশান্ত সিং মৃত্যু মামলায় মাদক যোগে গ্রেফতার করা হয় সুশান্তের প্রেমিকা তথা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। প্রায় একমাস ধরে রিয়া ও তাঁর ভাই জেলবন্দী। এবার সেই মেয়াদ আরও বাড়ল। আগামী ২০শে অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে এনডিপিএস আদালত। সুতরাং বাইকুল্লা আদালতেই রিয়াকে থাকতে হবে আরও কযেকদিন। সূত্রের খবর, রিয়া ও তাঁর ভাই সৌভিক ছাড়া এই মামলায় গ্রেফতার হওয়া আরও ১৮ জনের জুডিশিয়াল কাস্টডির মেয়াদ বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৪ই সেপ্টেম্বর বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার করা হয়। বিহার সরকারের নির্দেশ সিবিআই তদন্ত শুরু হয়। সেই তদন্তেই রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে প্রকাশ্যে আসে মাদক যোগের কথা। তদন্ত শুরু করে এনসিবি।
Post a Comment
Thank You for your important feedback