দিনদুপুরে জমজমাট হাওড়ায় একটি বেসরকারি গোল্ড লোন প্রদানকারী সংস্থায় ডাকাতি হয়েছে। জগাছা থানা এলাকার রামরাজাতলায় শনিবার এই ঘটনাটি ঘটেছে। অভিযোগ, জনা কয়েক দুষ্কৃতী ভিতরে ঢুকে কর্মচারীদের মারধোর করে। নিরাপত্তারক্ষীদেরও মারা হয়েছে। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে লকার থেকে ২৬ কেজি সোনা ও কয়েক লক্ষ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। সংস্থার অফিসে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ। পরে বর্ধমানের নবাবহাটে দুনম্বর জাতীয় সড়কে একটি সন্দেহজনক গাড়ি আটক করে প্রচুর গয়না উদ্ধার হয়েছে। তবে পুলিশ দেখেই চম্পট দেয় গাড়ির আরোহীরা হাওড়ায় স্বর্ণঋণ সংস্থায় ডাকাতির কাজে গাড়িটি যুক্ত ছিল বলে অনুমান পুলিশের। তদন্তে হাওড়া সিটি পুলিশের একটি দলও বর্ধমানে গিয়েছে। ডাকাতরা জাতীয় সড়ক ধরে চম্পট দিচ্ছে বলে সতর্ক করা হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশকে। সেই বার্তা পেয়ে জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই তল্লাশিতেই গাড়িটি আটক করা হয়।
Post a Comment
Thank You for your important feedback