নতুন মরশুমের জন্য দলের হেড কোচের নাম জানিয়ে দিল ইস্টবেঙ্গল। প্রাক্তন লিভারপুল তারকা রবি ফাওলারকে বেছে নিয়েছে তারা। আগামী দু'টি মরশুমের জন্য তাঁর হাতেই থাকছে দলের দায়িত্ব। দল গড়া থেকে চালানো, মূল ক্ষমতা থাকবে ফাওলারের হাতেই। ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর জানিয়েছেন, বৃহস্পতিবার রবি ফওলারের সঙ্গে চুক্তি হয়েছে। এক সপ্তাহের মধ্যে রবি সরাসরি গোয়ায় দলের যোগ দেবেন। তাঁর আসা, এই দল আইএসএলে ইস্টবেঙ্গলকে সাফল্য এনে দেবে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক রেনেডি সিং ফাওলারের সহকারী হিসেবে কাজ করবেন। ফাওলারের সাপোর্ট স্টাফ হিসেবে থাকছেন ৬ জন বিদেশি। তাঁরা হলেন, অ্যান্থনি গ্রান্ট (সহকারী), রবার্ট মিমস (গোলকিপার কোচ), জ্যাক ইনম্যান (স্পোর্টস সায়েন্টিস্ট), জোসেফ ওয়ামসলি (অ্যানালিস্ট), টেরেন্স ম্যাকফিলিপস (সেট-পিস কোচ), মাইকেল হার্ডিং (ফিজিও)।
Post a Comment
Thank You for your important feedback