দুবাইয়ে ব্যস্ত আইপিএলে, তবুও জাতীয় দলে চোটের জন্য বাদ রোহিত!

ফিটনেসের সমস্যার জন্য জাতীয় দল থেকে বাদ পড়লেন রোহিত শর্মা। অথচ তিনিই কিনা দুবাইতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চুটিয়ে অনুশীলণ করছেন। মঙ্গলবারই অস্ট্রেলিয়া সফরের জন্য টেস্ট ও টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। আশ্চর্যজনকভাবে সেই দলে নাম নেই হিটম্যান রোহিতের। চোটের জন্যই তাঁকে জাতীয় দলের বাইরে রাখা হয়েছে যুক্তি দেয় বিসিসিআই। দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে টুইট করা হয় রোহিতের অনুশীলণের কয়েকটি ছবি ও একটি ভিডিও। উল্লেখ্য, হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেননি রোহিত শর্মা। তবে তিনি চোট সারিয়ে নেটে অনুশীলণ শুরু করে দিয়েছেন পুরোদমে। তাঁকেই কিনা চোটের জন্য বাদ দেওয়া হল? ফলে ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে পড়ল বিসিসিআই। নেটিজেনরাও তীব্র আক্রমণ করতে শুরু করেছে রোহিতকে বাদ দেওয়ার জন্য। অধিকাংশের দাবি, কোনও কারণ ছাড়াই রোহিতকে দল থেকে ছেঁটে ফেলা হল। কেউ বলছেন নোংরা রাজনীতির শিকার হলেন হিটম্যান। আবার কেউ কেউ অন্য গন্ধ পাচ্ছেন এই বিষয়ে। সবমিলিয়ে এমন হাস্যকর সিদ্ধান্তে তোলপাড় হচ্ছে ক্রিকেট বিশ্ব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post