করোনা আক্রান্ত রোনাল্ডোর পর রোনাল্ডিনহো

রোনাল্ডোর পর এবার রোনাল্ডিনহো। রবিবার কিংবদন্তি ফুটবলার নিজেই জানিয়েছেন, তিনি কোভিড পজিটিভ। তবে কোনও উপসর্গ ছাড়াই। তিনি এখন আইসোলেশনে রয়েছেন। স্থানীয় দল আতলেতিকো মিনেইরোর হয়ে খেলেছিলেন রোনাল্ডিনহো। সেখানেই কোভিড টেস্ট করালে জানা যায়, ভাইরাস সংক্রমিত হয়েছেন তিনি। রবিবার নিজের ইনস্টাগ্রামে তিনি লেখেন, স্থানীয় ক্লাব বেলো হরাইজন্তে-তে গতকাল এসেছিলাম। আমি কোভিড টেস্ট করি। তবে আমি পজিটিভ। আমি সুস্থ রয়েছি।আসিম্পটোম্যাটিক এখনো পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত স্থানীয় একটি হোটেলেই থাকবেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই রোনাল্ডিনহো এবং তাঁর ভাই ও বিজনেস ম্যানেজার ভুয়ো পাসপোর্ট নিয়ে প্রবেশ করে একমাস হাজতবাস করেছিলেন। ২০০৫-এর ব্যালন ডি’ওর জয়ী এবং বার্সেলোনার প্রাক্তন তারকাকে রাখা হয়েছিল প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের এক জেলে। তাঁর জামিনের আবেদন এবং গৃহবন্দি থাকার আবেদন, দুইই খারিজ করে দিয়েছিল প্যারাগুয়ের এক আদালত। এখনও পর্যন্ত ব্রাজিলে করোনা রোগীর সংখ্যা ৫৩ লাখ ৯৪ হাজার ১২৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৬৩ জন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post