ড্রাগ মামলায় নাম জড়িয়েছে একাধিক সেলেবের, তাতে নাম জড়িয়েছে সইফ কন্যা সারা আলি খানেরও। এনসিবির সমন যায় সারার কাছেও। তদন্তকারী আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হন সারা। সেইসময় একটা প্রশ্ন ওঠে মেয়ের এই দুর্দিনে কোথায় তাঁর বাবা সইফ আলি খান ? মেয়ের এই বিপদে কি তবে সইফ তাঁর পাশে নেই? মেয়েকে নিয়ে আদতে চিন্তিত নন বাবা, এমন বার্তাই ঘুরতে শুরু করে সোশাল মিডিয়ায়। তবে জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ সইফ আলি খান। তিন সন্তানই যে তাঁর কাছে সমান আদরের জানিয়ে দিয়েছেন তিনি। তৈমুরের সঙ্গে বেশি সময় কাটান ঠিকই, তবে সারা ও ইব্রাহিমের সঙ্গে তিনি নিরন্তর যোগাযোগ রাখেন। জানিয়েছেন খোদ সইফ। যদি সারার জন্য কোন কারণে দুঃখ পাই তৈমুর কি সেটা ভুলিয়ে দিতে পারবে? পারবে না । তাঁর তিন সন্তানের জন্য হৃদয়ে সমান জায়গা এবং তিনজনের জন্য তিনরকমভাবে সময় দেন, বলছেন সইফ।
Post a Comment
Thank You for your important feedback