কিছুদিন আগেই স্ত্রী মান্যতার সঙ্গে দুবাই উড়ে গিয়েছিলেন ক্যান্সার আক্রান্ত অভিনেতা সঞ্জয় দত্ত। সেখানে বহুদিন পর ছেলে সহরান ও মেয়ে ইকরার সঙ্গে সময় কাটিয়েছেন দুজনে। বিমানবন্দরেই এক ভক্ত সঞ্জয় দত্তের একটি ছবি তোলেন। আর সেই ছবিই এখন রীতিমতো ভাইরাল। কেন? কারণ পেশিবহুল যে ছবি সাধারণত দেখা যায়, মুন্নাভাইয়ের এই ছবিতে তিনি একেবারেই আলাদা। ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়ের শরীর-স্বাস্থ্য একেবারেই ভেঙে পড়েছে। সোমবার থেকে ভাইরাল হওয়া সেই ছবিতে সঞ্জয় দত্তকে দেখে চেনা খুবই মুশকিল। নেই সেই গ্ল্যামার, জৌলুস। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়। তাই আপাতত বলিউড থেকে দূরেই রয়েছেন তিনি। মুম্বইয়েই চিকিৎসা চলছে অভিনেতার। তবে মাঝে ঠিক হয়েছিল মার্কিন মূলুকে হবে চিকিৎসা। পরে সেটা বাতিল হয়। কিন্তু এরমধ্যেই ছেলে-মেয়েদের সঙ্গে দেখা করতে সঞ্জয় ও মান্যতা উড়ে যান দুবাই। আর বিমানবন্দরেই ক্যামেরাবন্দি হয়েছেন সঞ্জুবাবা। নীল টি-শার্টের সঙ্গে ডার্ক ব্লু প্যান্ট পড়ে যাকে দেখা যাচ্ছে ছবিতে তাঁর শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে। তাই চেনাই যাচ্ছেনা অভিনেতা সঞ্জয় দত্তকে। এক ফ্যানপেজে এই ছবি শেয়ার করা হয়েছে। এরপরই মন খারাপ হয়ে যায় সঞ্জুবাবার ফ্যানদের। মন খারাপ বলিউডেরও।
Post a Comment
Thank You for your important feedback