করোনা তাড়াতে কাকতাড়ুয়া!

 

গোটা দুনিয়া এখন করোনার টিকার জন্য মুখিয়ে রয়েছে। নানারকম পরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সে পথে না গিয়ে করোনা তাড়াতে মাঠে কাকতাড়ুয়া লাগাচ্ছেন চাষিরা। কম্বোডিয়ার খমেরে এই কাকতাড়ুয়ার নাম তিং মং। একটা প্লাস্টিকের পাত্রে ফুলের ছাপ মারা শার্ট লাগানো কাকতাড়ুয়া ভাইরাস তাড়াতে বসাচ্ছেন তাঁরা। ডেঙ্গুর মতো মহামারী ছড়ালো গ্রামে গ্রামে লাগানো হয় এমনই কাকতাড়ুয়া। কাম্বোডিয়ার মানুষ বিশ্বাস করেন, কোনও জায়গা, পশু কিংবা অন্য জিনিসে যুক্ত রয়েছে আত্মা। এই বিপদ থেকে উদ্ধার করবে তিং মং, এমনই মনে করেন তাঁরা। খারাপ আত্মাকে এই কাকতাড়ুয়ারাই তাড়াবে। কাকতাড়ুয়াদের পরনে কোথাও মিলিটারি পোষাক, কোথাও তাদের ফুলছাপ পাজামা পরানো হয়েছে। কম্বোডিয়ায় করনোর তেমন প্রভাব পড়েনি। আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। মারা যাননি কেউই। অনেকেরই মতে, ঠিকমতো পরীক্ষা করা হয়নি বলেই সংক্রমিতের সংখ্যাটা কম।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post