রোহিত শেট্টি ও রণবীর সিং জুটির ছবি সিম্বা এবার অ্যানিমেটেড ফর্মে আসতে চলেছে। ২০১৮ সালের ডিসেম্বরে সিম্বা মুক্তি পায়। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার থেকে সৎ পুলিশের ভূমিকায় অবতীর্ণ রণবীর দর্শকদের যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছেন এই সিনেমায়। এবার সেই সিম্বাই ছোটদের জন্য হাজির হতে চলেছে ‘স্ম্যাশিং সিম্বা’ নামে অ্যানিমেটেড অবতারে। ছবির পরিচালক রোহিত শেট্টি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একথা জানিয়ে পোস্ট করেছেন। রিলায়েন্স এন্টারটেনমেন্টের অফিসিয়াল টুইটার থেকেও জানানো হয়েছে একথা। এটি মুক্তি পাবে এই দেওয়ালিতেই।
Post a Comment
Thank You for your important feedback