পাত্রী চেয়ে আজব বিজ্ঞাপন

 

পাত্র বা পাত্রী চাই বিজ্ঞাপনে দাবি থাকে ভালো চাকুরিজীবী,সুদর্শন কিংবা সুন্দরী, শিক্ষিতা ইত্যাদি। কিন্তু এবার এক আজব দাবি পেশ করলেন এক পেশাদার। নাম নীতিন সাঙবান, বয়স ৩৭ এবং অবশ্যই নীতিবান। তিনি মনে করেন, গৃহবধূর উচিত শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেওয়া। তিনি টুইট করে লেখেন যে, তিনি নেশাহীন, হাইকোর্টের আইনজীবী,বাড়িতে গাড়ি আছে, পিতামাতা বর্তমান এবং গ্রামের বাড়ি কামারপুকুর। তাঁর বিশেষ কোনও দাবি নেই, মেয়েকে সুন্দরী, ফর্সা ইত্যাদি হতে হবে না। তাঁর স্ত্রী হতে গেলে একটাই শর্ত "সোশাল নেটওয়ার্ক" করা চলবে না। বিষয়টি মজার হলেও নির্মম সত্যি যে গৃহবধূদের অনেকটাই সময়ে কাটে সোশাল নেটে। এটা এক নেশাও বটে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post