আরও বড় সিংহাসনে মহারাজ

এখন তিনি ডিসেম্বর অবধি BCCI-এর সভাপতি। আশা করা যায় এরপর সময়সীমা বাড়বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের, অন্তত এমন আভাসই পাওয়া যাচ্ছে। কিন্তু এর মধ্যেই আরও একটি সুখবর আসতে চলেছে তাঁর জন্য, ICC অর্থাৎ বিশ্ব ক্রিকেটের ডেপুটি চেয়ারম্যানের পদ। করোনা আবহে যে দাপটে সৌরভ IPL-এর ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসার, জানাচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রিম স্মিথ। সমর্থন আছে বিশ্ব ক্রিকেটের আরও প্রাক্তনীদের। প্রসঙ্গত, ICC-র চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ। কাজেই নতুন চেয়ারম্যান আসছে সেইসঙ্গে ডেপুটিতে সৌরভ। নভেম্বরেরই সুসংবাদ আসছে মহারাজের জন্য।

1 Comments

Thank You for your important feedback

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post