এবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস নেতা আবদুল মান্নান অবিলম্বে লোকাল ট্রেন চালু করার দাবি জানালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে লেখা একটি যৌথ স্বাক্ষরিত চিঠিতে তাঁরা লিখেছেন, গরিব, খেটেখাওয়া মানুষের জীবনজীবিকার স্বার্থেই লোকাল ট্রেন চালু করা জরুরি। এজন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে। এর আগে একই দাবি জানিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত রেলমন্ত্রী পীযূষ গোয়ালকে চিঠি দিয়েছেন। সুজন-মান্নান লিখেছেন, কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধ, ভাঙচুর হয়েছে। পুজোর সময় সবকিছু যখন খুলে যাচ্ছে, মেট্রো রেলও চলছে, তখন লোকাল ট্রেনও চালু হোক।
Post a Comment
Thank You for your important feedback