সানি দেওলের বাবা ধর্মেন্দ্র পাঞ্জাব থেকে যখন মুম্বই ফিল্মজগতে আসার চেষ্টা করছিলেন তখন এক পরিচালক তাঁকে উপদেশ দিয়েছিলেন হকি খেলার জন্য,তাঁকে শুনতে হয়েছিল পাঞ্জাবিরা আবার সিনেমা করে নাকি তারা তো হকি খেলে। সানিকে এমন সমস্যায় পড়তে হয়নি কারণ ততদিনে তাঁর বাবা মুম্বাইয়ের স্টার অ্যাক্টর। সানি খুবই বুদ্ধিমান, বরাবরই সময়ের সাথে তাল মিলিয়ে বয়সকে অবজ্ঞা না করে চরিত্র বেছেছেন। কখনও পুলিশ, কখনও আর্মি অফিসার, কখনো বা বিদ্রোহী।তিনি জানতেন ইতিবাচক চরিত্র দর্শক পছন্দ করে। সে কারণে শাহরুখ থেকে অজয় দেবগন কিংবা অক্ষয় কুমার যখন ভিলেনের চরিত্র করে প্রশংসা পেয়েছেন তখন সানি ভালো মানুষের চরিত্রই করে জনপ্রিয় হয়েছেন। এক সময়ে দিন বদলে যায়, সানিরও চরিত্র পাওয়া থেকে সরে যেতে হয়। ঠিক সময় বুঝে রাজনীতিতে যোগ দিলেন এমনকী মোদির আশীর্বাদ নিয়ে, হলেন লোকসভায় বিজেপি সাংসদ। এবারে নতুন জীবন হলেও সানি জানেন কি করে তাল মিলিয়ে দলের প্রিয়পাত্র হতে হয়। আজ তাঁর ৬৩ বছর পূর্ণ হল।
Post a Comment
Thank You for your important feedback