সুশান্তের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় লেখা নেই

সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্টে তাঁর মৃত্যু সময় লেখা নেই। সিবিআইকে এইমসের তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে এনিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া, যেখানে ময়নাতদন্ত হয়েছে, সেই কুপার হাসপাতালের কম আলোর পোস্টমর্টেম রুমের কথাও বলা হয়েছে রিপোর্টে। কুপার হাসাপাতেলর তিনজন ডাক্তার ১৪ জুন সুশষান্তের ময়নাতদন্ত করেছিলেন।

তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে বিষপ্রয়োগের কোনও সম্ভাবনা রিপোর্টে উড়িয়ে দেওয়া হয়েছে। ১৩ জুলাই রাতে সুশান্ত কী খেয়েছিলেন, ১৪ জুলাই সকালে কী খেয়েছিলেন তা বিশেষজ্ঞরা ভালোভাবে পরীক্ষা করে দেখেছেন। কোনওরকম জৈব বিষ পাওয়া যায়নি। জানা গিয়েছে, এইমসের দল সিবিআই গোয়েন্দাদের সঙ্গে সুশান্তের ফ্ল্যাটেও গিয়েছিলেন। তাণদের সঙ্গে ছিলেন সুশান্তের বোন মিতু সিং, সিদ্ধার্থ পিঠানি ও দীপেশ সাওয়ন্ত। সেখান থেকেও কিছু নমুনা সংগ্রহ করেছিলেন এইমসের ডাক্তাররা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post