তাপসী পান্নু, বলিউডে নতুন প্রজন্মের নায়িকাদের তালিকায় বেশ জনপ্রিয় একটি নাম। একের পর এক ছক ভাঙা চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন তেত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী একঘেঁয়েমি কাটাতে তাপসী তাঁর বোনেদের সঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছেন। তাপসী ও তাঁর দুই বোন শাগুন ও এভিয়ানা পান্নু কতটা মজা করছেন মলদ্বীপে তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট থেকেই পরিষ্কার। নীল রৌদ্রজ্জ্বল আকাশের নীচে সাদা বালিতে গাছে হেলান দিয়ে সাদা টুপি মাথায় দিয়ে দাঁড়ানো তাপসীর এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।তাপসী তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পাস্ট করেছেন যেখানে তিনি বলেছেন ভগবান যখন মর্ত্যে স্বর্গে কথা ভেবেছেন সেটা নিশ্চয়ই মলদ্বীপের কথা মাথায় রেখেই। এটা থেকেই বোঝা যাচ্ছে মলদ্বীপ তাঁর কতটা প্রিয় একটি জায়গা
Post a Comment
Thank You for your important feedback