এখন ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগেও টিকিট কাটা বা বাতিল করা যাবে। শনিবার থেকেই এই নতুন নিয়ম চালু হয়েছে। সবকটি বিশেষ ট্রেনেই এই নিয়ম চালু হচ্ছে। করোনার লকডাউনের আগে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় রিজার্ভেশন চার্ট টাঙানো হত। গত কয়েকমাস এটা মানা হচ্ছিল না। করোনা জন্য এই চার্ট তৈরির সময় ট্রেন ছাড়ার আগে ২ ঘণ্টা করা হয়েছে। প্রথম চার্ট তৈরি হয় চারঘণ্টা আগে। রেল এক বিবৃতিতে জানিয়েছে, রেলযাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন জোনের কাছ থেকে অনুরোধ আসছিল। তারপরই দ্বিতীয় রিজার্ভেশন তালিকা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে করা হয়েছে। এই দ্বিতীয় তালিকা তৈরির সময় সশরীরে বা অনলাইনে টিকিট বুক করা যাবে। ২৫ নার্চ থেকেই দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তবে ১ মে থেকে ধাপে ধাপে ট্রেন চলতে শুরু করেছে। সম্প্রতি ৩৯টি নতুন বিশেষ ট্রেনের অনুমতি দেওয়া হয়েছে। শারদীয়ার মরসুমে ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০০টি বিশেষ ট্রেন চলানোর কথাও জানিয়েছে রেল।
Post a Comment
Thank You for your important feedback