করোনায় আক্রান্ত তাপস রায়

 
করোনায় আক্রান্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী তাপস রায়। বৃহস্পতিবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই তিনি হাসপাতালে ভর্তি হন। যদিও তাঁর কোনও উপসর্গ নেই। তাপসবাবুর স্ত্রী এবং মেয়ে হোম আইসোলেশনেই রয়েছেন। উল্লেখ্য, এর আগে রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, দমকলমন্ত্রী সুজিত বসু, নির্মল ঘোষের মতো তৃণমূল নেতারা করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও প্রত্যেকেই এখন সুস্থ। তবে তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যু হয়েছে এর আগে। মারা গিয়েছেন আরেক তৃণমূল বিধায়ক সমরেশ দাস। রাজনৈতিক শিবিরের মতে লকডাউন পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা মাঠে-ময়দানে নেমে কাজ করছেন। মানুষের অভাব-অভিযোগ শুনছেন। সেই সূত্রে অনেকে করোনায় আক্রান্তও হচ্ছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেই করোনায় মৃত্যু হয় ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post