সকালেই বিদ্যুৎহীন মুম্বই, বন্ধ ট্রেন, ট্রাফিক সিগনাল

 

মুম্বই ও শহরতলির বিস্তীর্ণ এলাকা সোমবার সকাল থেকেই বিদ্যুৎহীন। চার্চগেট থেকে বোরিভলি ট্রেন চলাচল বন্ধ। রাস্তায় কাজ করছে না ট্রাফিক সিগনাল। বিপর্যস্ত সেন্ট্রাল রেলের লোকাল ট্রেনও। কেবলমাত্র জরুরি কাজের যাত্রীদের জন্য ট্রেন চালানো হচ্ছে। পালঘর, দাহানুর মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের বিদ্যুতের লাইন বন্ধ। মহারাষ্ট্রে সরকারি বেস্ট, টাটা পাওয়ার, আদানি ইলেকট্রেক সাপ্লাইয়ের মতো একাধিক কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে। পালঘর, দাহানুর মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশনের বিদ্যুতের লাইন বন্ধ। মহারাষ্ট্রে সরকারি বেস্ট, টাটা পাওয়ার, আদানি ইলেকট্রেক সাপ্লাইয়ের মতো একাধিক কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে। টাটাদের সরবরাহে বিঘ্ন হওয়ার জন্যই এই বিপর্যয় বলে জানিয়েছে সরকারি সংস্থা বৃহন্মুম্বই ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড ট্রাসপোর্ট (বেস্ট)। সরকারিসূত্রে জানা গিয়েছে, কালওয়া-পাড়ঘে ও খাড়গড়ে একাধিক জায়গায় লাইন ও ট্রান্সফর্মারে বিঘ্ন দেখা দিয়েছে। তার জেরেই এই লোডশেডিং।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post