আমেরিকার ভোট যত এগিয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ততই বেপরোয়া হয়ে উঠছেন। করোনা সংক্রমণে হাসপাতালে ভর্তি ছিলেন, হঠাৎই তিন দিনের মাথায় নিজের গাড়িতে বেরিয়ে পড়লেন। জনতাকে দেখান তিনি কতটা সুস্থ। এরপর ১৪ দিন হাসপাতালে না থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসেন। ঘোষণা থাকা সত্বেও ভার্চুয়াল প্রচারে অনুপস্থিত থাকেন। এর মধ্যে করোনা আক্রান্ত হওয়ার ৯ দিনের মাথায় হোয়াইট হাউসের বারান্দায় এসে উপস্থিত থাকা তাঁর সমর্থক সাথীদের সাথে মাস্ক খুলে কথা বলে ফের বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছে মার্কিন মূলুকে। সংবাদ সংস্থা AFP জানাচ্ছে, হোয়াইট হাউসের মতো স্থানে উপস্থিত থাকা ট্রাম্পের সমর্থকদের মুখে ছিল ‘I LOVE YOU. VOTE ME’ শ্লোগান। ট্রাম্পের সমর্থকদের মধ্যে কোনও সামাজিক দূরত্বও ছিল না। তাঁর বিরুদ্ধে কোভিড গাইডলাইন না মানার অভিযোগ উঠেছে।
Post a Comment
Thank You for your important feedback