লে চিনের অংশ, এমনটাই বলছে টুইটার!

লকডাউনের পূর্বেই জম্মু-কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার। জম্মু-কাশ্মীরের মতো লাদাখও ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ বলেই স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মহল। কিন্তু ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখের রাজধানী শহর লে-কে চিনের অংশ বলে দেখাচ্ছে টুইটার লোকেশন সার্ভিস। এই নিয়ে চরম বিতর্কের সূচনা হল রবিবার। প্রখ্যাত সাংবাদিক নীতিন গোখলে গিয়েছিলেন লেহ-র ওয়ার মেমোরিয়ালে। সেখান থেকে তিনি একটি টুইটার লাইভ করেন।

তখন জিও লোকেশন হিসেবে দেয় লেহ-পিপসল রিপাবলিক অফ চায়না। এর স্ক্রিনশট টুইটারে শেয়ার করেন ওই সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত টুইটারের তরফে এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, লে শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরেই এই ওয়ার মেমোরিয়াল তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-পাক যুদ্ধে যে সমস্ত সৈনিক শহীদ হয়েছেন তাঁদের সম্মান জানাতেই সেখানে সৌধ বানানো হয়েছে। আর ওই এলাকাই কিনা চিনের অংশ বলে দেখাচ্ছে টুইটার লোকেশন সার্ভিস? স্ক্রিনশটটি শেয়ার হতেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post