অষ্টমীর রাতে বারাসতে দুই কিশোরীকে শ্লীলতাহানি, গ্রেফতার তিন

ফের শ্লীলতাহানির ঘটনা বারাসতে। এবার অষ্টমীর রাতেই প্রকাশ্য রাস্তায় দুই কিশোরীর শ্লীলতাহানি করে কয়েকজন মদ্যপ যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অস্টমীর সন্ধ্যায় ন’পাড়ার বাসিন্দা দুই কিশোরী বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যায়। রাতে ফেরার পথে বারাসত ১২ নম্বর রেলগেটের কাছে একদল মদ্যপ যুবক তাঁদের উত্যক্ত করতে থাকে। তাঁরা সেটি পাত্তা না দিলে ওই মদ্যপরা ওই কিশোরীদের হাত ধরে টানতে থাকে বলেই অভিযোগ। রাস্তায় থাকা কেউই তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেননি বলেও অভিযোগ। এরমধ্যেই কোনও রকমে তাঁরা ছুটে বারাসত কলোনি মোড়ে চলে আসেন। এবং রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে সব বলে। এরপরই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। তাড়া করে তিন মদ্যপ যুবককে ধরে ফেলে পুলিশ। তাঁদের বারাসত থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের জেরা করে রাতেই বাকিদের খোঁজও চালায় পুলিশ। উল্লেখ্য, এবার পুজোর মুখেই ‘সুরক্ষা’ নামে একটি মোবাইল আ্যাপ চালু করে বারাসত জেলা পুলিশ। তবুও মহাষ্টমীতে ১২ নম্বর রেলগেটের মতো জায়গায় শ্লীলতাহানির শিকার হতে হল বারাসতের দুই কিশোরীকে।

আতঙ্ক কাঁটেনি দুই কিশোরীর

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post