মঙ্গলবার রাত থেকেই জম্মু কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় গুলির লড়াই। কাশ্মীর পুলিশ ও সেনার যৌথবাহিনী লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করতেই গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় ভারতীয় নিরাপত্তাবাহিনীও। রাতভর চলে গুলির লড়াই। বুধবার সকালে দুজন অজ্ঞাতপরিচয় জঙ্গির দেহ উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। যদিও এখনও গুলির লড়াই চলছে বলে জানা যাচ্ছে। পুলিশ ও সেনা গোপন সূত্রে খবর পেয়েই সোপিয়ানের সুগান গ্রামে হানা দেয়। পুরো গ্রাম ঘিরে ফেলে পুলিশ লাউড স্পিকারে সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে বললেই গুলি চালাতে থাকে তাঁরা। এরপরই শুরু হয় এনকাউন্টার। যে দুজন জঙ্গির মৃত্যু হয়েছে তাঁদের নাম পরিচয় জানানো হয়নি। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সেটা পরে জানানো হবে বলে জানানো হয়েছে। এখনও চলছে গুলির লড়াই। আরও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। তাঁদের খোঁজেও চলছে চিরুনী তল্লাশি।
#SuganShopianEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/rHEjHGHvKg
— Kashmir Zone Police (@KashmirPolice) October 7, 2020
অপরদিকে, মঙ্গলবার রাতে কাশ্মীরের গান্দারবার এলাকায় এক বিজেপি নেতার ওপর হামলা চালায় সন্ত্রাসবাদীরা। গুলাম কাদির নামে ওই নেতা বরাতজোরে বেঁচে যায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা PSO-দের তৎপরতায়। বিজেপি নেতার নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালালে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। অপরদিকে এক পুলিশ আধিকারেরও মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পর। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। যদিও সেখান থেকে কাউকে ধরা সম্ভব হয়নি বলেই জানিয়েছেন কাশ্মীরের আইজি। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় কাশ্মীরে বিজেপি নেতাদের টার্গেট করে হামলা চালানো হয়েছে। ফলে কাশ্মীরের বিজেপি নেতাদের নিরাপত্তা দিচ্ছে কাশ্মীর পুলিশ।
Our critically injured colleague Ct Altaf ( PSO) attained #martyrdom. He sat an example of #professionalism & #bravery. We are proud of him. May his soul Rest In Peace. @JmuKmrPolice https://t.co/C63E7R9s6e
— Kashmir Zone Police (@KashmirPolice) October 6, 2020
Post a Comment
Thank You for your important feedback