আসন্ন পুজোর পর্যটকদের ভিড়ের চাপ সামলাতে আরও দুটি দূরপাল্লার ট্রেন চালুর পরিকল্পনা নিল রেলমন্ত্রক। সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবর থেকে ফের চালু হচ্ছে দার্জিলিং মেল ও তিস্তা তোর্সা এক্সপ্রেস। পুজোর মরশুমে বাঙালির বেড়াতে যাবার ইচ্ছা চিরকালের। কিন্তু করোনা আবহে বেশি দূরে যাওয়ার পরিকল্পনা এবারে অন্তত নেই। সেখানে উত্তরবঙ্গে পাহাড় সহ ডুয়ার্সে যাওয়া যেতেই পারে। কিন্তু ট্রেনের অভাবে সেই পরিকল্পনায় ভাঁটা পড়ছিল। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন বারেবারে দাবি জানাচ্ছিল হাওড়া-শিয়ালদা থেকে আরও কয়েকটি ট্রেন চালু করার। সেই দাবিকে মান্যতা দিয়েই কার্যত রেলমন্ত্রক এই দুটি ট্রেন চালুর সির্দ্ধান্ত নিল। এ ছাড়া রেলমন্ত্রক দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন চালাতে পারে বলেও শোনা যাচ্ছে।
কাটিহারের ডিআরএম রবীন্দ্রকুমার বর্মা জানিয়েছেন, ‘দার্জিলিংয়ের জেলাশাসককে চিঠি দিয়েছি। অনুমতি পেলেই টয় ট্রেন চালানো শুরু করব। তবে এবার কোনও বাড়তি প্যাকেজ থাকছে না’। উল্লেখ্য, আনলক পর্বে কলকাতা থেকে উত্তরবঙ্গের যোগাযোগ রক্ষা করছিল একমাত্র পদাতিক এক্সপ্রেস। পরে চালু হয় সরাইঘাট এক্সপ্রেস। এবার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে দার্জিলিং মেল ও তিস্তা-তোর্সা এক্সপ্রেস চালু হলে উত্তরবঙ্গের মানুষদের সুবিধাই হবে। সেই সঙ্গে পর্যটকদের সুবিধা হবে। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই দুটি ট্রেনের বুকিং নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। রেলের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের পর্যটনমন্ত্রীও টয় ট্রেনের বিষয়টিতে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পূর্ব রেলের তরফে মিথিলা এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস ও বাঘ এক্সপ্রেসও চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।
Post a Comment
Thank You for your important feedback