তিনি বলেছিলেন করোনাভাইরাস বলে কিছু নেই। শুধু বলাই নয়, তা সোশাল মিডিয়ায় রীতিমতো প্রচারও করেছেন। ইউক্রেনের সেই ফিটনেস গুরু ৩৩ বছরের দিমিত্রি স্টুজুক করোনাতেই মারা গেলেন। তিনি সম্প্রতি তুরস্কে গিয়েছিলেন। সেখান থেকেই করোনায় সংক্রমিত হয়েছিলেন। দিমিত্রির প্রাক্তন স্ত্রী সোফিয়া স্টুজুক তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ইনস্টাগ্রামে। তিনি জানান, করোনা সংক্রমিত দিমিত্রি ভিড়ে ঠাসা একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন। তাঁর জ্ঞান ছিল না। তাঁর হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছিল না। তিন ছেলের বাবা দিমিত্রিকে বাঁচানোর সব চেষ্টা বিফল হয়েছে। গত ১৫ অক্টোবর দিমিত্রি নিজেও ইনস্টাগ্রামে লিখেছিলেন, অসুস্থ হওয়ার আগে আমি ভেবেছিলাম করোনা বলে কিছু হয় না। তাঁর উপলব্ধি, করোনাভাইরাস স্বল্পস্থায়ী নয়। তা ভয়ঙ্কর।
Post a Comment
Thank You for your important feedback