কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার তিনি বুধবার নিজেই জানিয়েছেন এই কথা। তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এনিয়ে কেরল মন্ত্রিসভার পাঁচজনের করোনা সংক্রমণ হল। তাঁর আগে কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা, বিরোধী নেতা সিদ্দারামাইয়া ও একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। মারাও গিয়েছেন বিজেপি সাংসদ সরেশ আঙ্গাদি, অশোক গাস্তি, কংগ্রেস বিধায়ক নারায়ণ রাও। অন্যদিকে, কেরলে আরও দুইজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন এম এমমানিয়াদ, কে টি জলিল। বুধবার তাঁরা করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। পাসাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার দাবি, দেশে রোজই বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। মে মাসে এই হার ছিল ৫০ হাজার। এখন তা ৫৭ হাজারের বেশি। দিনে এখন সুস্থ হচ্ছেন ৭৫ হাজারেরও বেশি। অ্যাক্টিভ কেসের তুলনায় তা ৬.৩ গুণ বেশি।
Post a Comment
Thank You for your important feedback