চাপের মুখে পিছু হঠলেন যোগী আদিত্যনাথ। অবশেষে উত্তরপ্রদেশে সর্বজনীন দুর্গাপুজোর অনুমতি দিলেন তিনি। উল্লেখ্য দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, করোনা সংক্রমণের জন্য এবার উত্তরপ্রদেশে সর্বজনীন দুর্গাপুজো করা যাবে না। তবে রামনবমী নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি উত্তরপ্রদেশ সরকার। এরপরই বিতর্কের শুরু। বিজেপির মধ্যেই অনেকে এই বৈষম্যের প্রতিবাদ করেন। অবশেষে ১৮০ ডিগ্রি ঘুরে উত্তরপ্রদেশ সরকার নতুন নির্দেশিকা জারি করল। বেশ কিছু গাইডলাইন জারি করে ওই রাজ্যে প্যান্ডেল বেঁধে পুজো করার অনুমতি দেওয়া হল ফের। নতুন সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সামাজিক দূরত্ব মেনে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে পুজো প্যান্ডেলে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। উত্তরপ্রদেশ সরকারের নতুন নির্দেশিকায় অত্যন্ত খুশি সেখানকার দুর্গাপুজো কমিটিগুলি। তবে পুজোর আর বেশিদিন বাকি নেই। তাই যোগী আদিত্যনাথের আশ্বাসবাণী পেয়েই দ্রুত প্যান্ডেল বাঁধার কাজে হাত দিয়েছেন উত্তরপ্রদেশের দুর্গাপুজো কমিটিগুলি।
Post a Comment
Thank You for your important feedback