বয়স মাত্র একদিন, কিন্তু জন্মের পর থেকেই সদ্যোজাত শিশুটির শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়। আর তাঁকে নিয়েই শহরের চার হাসপাতালে ঘুরতে হল শিশুটির পরিবারকে। বৃহস্পতিবার দিনভর হয়রানির পরও শিশুটিকে কোথাও ভর্তি করাতে পারেননি পরিবার। ঠিক কী হয়েছিল? মেটিয়াবুরুজের বাসিন্দা নাসিমা বিবি বৃহস্পতিবার সকাল দশটা কুড়ি মিনিটে স্থানীয় এক নার্সিংহোমে এক পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পরই শিশুটির শ্বাসকষ্ট হতে থাকে। পরিকাঠামো না থাকায় ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে বলেন।
কিন্তু অভিযোগ, এসএসকেএমের চিকিৎসকরা শিশুটিকে পরীক্ষা করে জানান শিশুটি ভালো আছে ভর্তি করার দরকার নেই। ফলে মেটিয়াবুরুজের ওই নার্সিংহোমেই ফেরেন তাঁরা। কিন্তু বেলার দিকে ফের শ্বাসকষ্ট শুরু হয় সদ্যোজাতর। এবার তাঁরা শিশুটিকে নিয়ে ছোটেন চিত্তরঞ্জন সেবা সদনে। সেখানে ভর্তি করতে না পেরে তাঁরা চলে আসেন এনআরএস হাসপাতালে। কিন্তু সেখান থেকে জানানো হয় এই এলাকা শিশুটির পরিবারের ঠিকানার আওতায় পড়ে না। তাই ভর্তি নেওয়া যাবে না। এনআরএস থেকে তাঁদের ফের চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভেন্টিলেশন না থাকায় ভর্তি নিতে অস্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। সকাল থেকে রাত পর্যন্ত চারটি হাসপাতালে ঘোরাঘুরি করেও কোথাও ভর্তি করাতে না পেরে শেষ পর্যন্ত মেটিয়াবুরুজের ওই নার্সিংহোমে ভর্তি মায়ের কোলেই ফিরিয়ে দেওয়া হয় অসুস্থ সদ্যজাতকে।পুরো ঘটনায় ক্ষুব্ধ শিশুটির পরিবার। তাঁদের বক্তব্য, মাত্র একদিনের শিশুটির চিকিৎসা দিতে অক্ষম শহরের বড় বড় চারটি হাসপাতাল। তাহলে কী তাঁদের বেসরকারি হাসপাতালেই যেতে হবে? পুরো ঘটনাক্রম দেখে সরকারি হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্নচিহ্ন তুলছেন বিরোধী শিবির। বিরোধীদের দাবি, একদিনের সদ্যোজাতকে নিয়ে কেন চারটি হাসপাতালে ঘুরতে হবে অসহায় পরিবারকে? জরুরি ভিত্তিতে কেন শিশুটিকে ভর্তি নিল না এনআরএস? তবে কি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে? উত্তর মেলেনি।
Post a Comment
Thank You for your important feedback