মুরলীধরনের বায়োপিকে বিজয় সেথুপতি

 

অবশেষে মুত্তিয়া মুরলীধরনের জীবনীভিত্তিক ছবি ‘৮০০’–এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। ইউটিউবে একটি মোশন পোস্টারের পর্দার মুত্তিয়া মুরলীধরন ওরফে বিজয় সেথুপথিকে দেখা গেল প্রথমবার। খবরটি আগেই ছড়িয়ে পড়েছিল যে শ্রীলঙ্কান ক্রিকেটার মুত্তিয়া মুরলীধরনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ‘মাক্কাল সেলভান’খ্যাত তামিল সুপারস্টার বিজয় সেথুপথি। কিন্তু এত ছবি বিজয়ের ঝুলিতে যে তখন ‘হ্যাঁ’ বলতে পারেননি। অবশেষে কিছুদিন আগেই জানা গিয়েছে, এই তারকার কাছ থেকে অনুমতি মিলেছে।‘৮০০’ তৈরি করবেন এম এস শ্রীপথি। টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকার ৮০০ এবং সেটি মুরলীধরনের হওয়ায় ছবির নাম রাখা হয়েছে ‘৮০০’। ভারতে এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে ছবি তৈরি করা হয়েছে। মুক্তির জন্য তৈরি ক্রিকেট নিয়ে সিনেমা ‘৮৩’। কপিল দেবকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এবার শ্রীলঙ্কান এই ঘূর্ণির জাদুকরকে নিয়ে সিনেমা তৈরির হতে যাচ্ছে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post