শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনের জীবন নিয়ে ফিল্ম ৮০০ থেকে সরতে হল তামিল অভিনেতা বিজয় সেতুপতিকে। তাঁকে ফিল্ম থেকে সরার জন্য অনুরোধ করেছেন মুরলীধরন নিজেই। তাঁর মতে, ফিল্মে অভিনয় করলে সেতুপতিকে ক্যারিয়ারে বিপদে পড়তে হত। নতুন অভিনেতা নিয়ে ছিবিটি হবে বলেও জানিয়েছেন মুরলীধরন।সেতুপতিও টুইট করে ধন্যবাদ জানিয়েছেন মুরলীধরনকে। মুরলীধরন শ্রীলঙ্কার নাগরিক। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজপক্ষের সমর্থক বলেই পরিচিত। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় মাহিন্দ্রাই ছিলেন দেশের দায়িত্বে। সেই গৃহযুদ্ধে ভারতীয় বংশোদ্ভূত তামিলরা বিশাল ক্ষতির মুখে পড়েছিলেন। তাঁর বায়োপিকে সেতুপতির নাম জড়ানোর পর গোটা তামিলনাডু ঝড়ে সমালোচনার ঝড় উঠেছে।
Post a Comment
Thank You for your important feedback