চেন্নাই দলের কিছু খেলোয়াড় নিজেদের সরকারি কর্মচারী ভাবছে বলে মন্তব্য করলেন প্রাক্তন তারকা ওপেনার বীরেন্দ্র সেহবাগ। এই ইঙ্গিতটি যে মহেন্দ্র সিং ধোনির দিকে তা আর বলার অপেক্ষা রাখেনা। এবারের আইপিএলে খারাপ ফর্মে রয়েছেন ধোনি। তার আগে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন ধোনি। আইপিএলেই দীর্ঘ বিরতির পর মাঠে নামলেন। তাই এই আইপিএল ধোনির জাতীয় দলে টিকে থাকার লড়াই। কিন্তু তাঁর খারাপ ফর্মের জেরে চেন্নাই সুপার কিংসও এবার লিগ টেবিলের নীচের দিকে।
এই পরিস্থিতিতে ধোনিকে বিঁধতে ছাড়লেন না একসময়ে জাতীয় দলের ধোনির সহযোদ্ধা বীরেন্দ্র সেহবাগ। তাঁর ফ্যানরা অবশ্য আজও মনে করেন ধোনির কলকাঠিতেই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল সেহবাগকে। আর ধোনির জন্যই তিনি কোনও দিন জাতীয় দলের অধিনায়ক হতে পারেননি সেহবাগ। সম্ভবত সেই রাগ থেকেই এদিন ধোনির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সেহবাগ।
Post a Comment
Thank You for your important feedback