পুজোর বাজার সবে একটু একটু করে যখন জমে উঠছে তখনই আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। তার সাথে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়াই এর কারণ বলে ঘোষণা দফতরের। রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। পূর্ব, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে আজ ও কাল বৃষ্টি চলবে। অন্যদিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback