১ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হল আনলক-৫ পর্ব। এই পর্বেও বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রক। এই পর্বে স্কুল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। তবে ১৫ অক্টোবরের পর স্কুল খোলা নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবে বলেও জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। তবে এই রাজ্যে এমাসেও খুলছে না স্কুল। বুধবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির উত্তরকন্যায় এক প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে দিলেন এই কথা। তিনি জানিয়েছেন, কালী পুজোর পরই রাজ্যে স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে গত ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আনলক-৪ পর্বেও কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা ও নভেম্বরে নতুন শিক্ষাবর্ষ চালুর নির্দেশিকা জারি করে ইউজিসি। এই নিয়েও কেন্দ্রের সিদ্ধান্ত মানতে নারাজ ছিল নবান্ন।
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ‘স্কুল খোলা বা ক্লাস চালু করার উপযুক্ত সময় এটা নয়। পড়ুয়াদের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। করোনার প্রকোপ আরও কমার অপেক্ষা করা হচ্ছে’। আনলক-৫ পর্বে জারি করা কেন্দ্রীয় নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনেও ক্লাস চলতে পারে। যেসব পড়ুয়ারা স্কুলে যাওয়ার বদলে অনলাইন ক্লাস করতে ইচ্ছাপ্রকাশ করবে, তাদের অনুমতি দেওয়া হবে। অভিভাবকের অনুমতি নিয়ে পড়ুয়ারা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে। স্কুলে হাজিরার ক্ষেত্রে কড়াকড়ি করা যাবে না।
Post a Comment
Thank You for your important feedback