একেডি পরিবারের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন সস্ত্রীক রাজ্যপাল

প্রতিবছরই সিএন এবং সিটিভিএন চ্যানেলের সদর দফতরে মা দুর্গার আরাধনা হয়। এবার করোনাবিধি মেনে একটু অন্যরকমভাবে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। মহাষষ্ঠীর সন্ধ্যায় রাজভবন থেকে ভার্চুয়ালি একেডি পরিবারের পুজোর উদ্বোধন করলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়। একেডি পরিবারের পক্ষ থেকে ছিলেন ক্যালকাটা নিউজের কোম্পানি সেক্রেটারি সুইটি শর্মা। তিনি সস্ত্রীক রাজ্যপালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে একেডি পরিবারের তরফে প্রথাগত স্বাগত জানান। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধনের পর রাজ্যপাল বলেন, একেডি পরিবারের দুর্গাপুজোর উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। তবে এবছর করোনা আবহে সশরীরে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করতে পারলাম না। তবে আগামী বছর তিনি একেডির দফতরে এসেই পুজোর উদ্বোধন করবেন। তাঁর আশা, আগামীবছর মহা আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো হবে রাজ্যে, বিনাশ হবে করোনা।

তিনি আরও বলেন, হাইকোর্ট দূরদর্শিতা দেখিয়ে সমাজের ভালোর জন্যই দুর্গাপুজোয় দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। সবাই যেন শারীরিক দূরত্ব বজায় রাখেন। মায়ের কাছে প্রার্থনা, সাধারণ নাগরিকরা যেন সুরক্ষিত থাকেন। ধনকড় বলেন, মা দুর্গা প্রতীক। হিংসা, অরাজকতার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। মা যেন সবাইকে শক্তি দেন। সবাই যেন আত্মনির্ভর হন। কৃষক, মজদুররা ভালো থাকেন। শীঘ্রই সোনার বাংলা হবে, এই আশা করি। উল্লেখ্য, বিরাটিতে প্রতিবছরই মহা আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো অনুষ্ঠীত হয়। সিএন নিউজ এবং সিটিভিএন চ্যানেলের সকল কর্মীই সামিল হন এই পুজোয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post