ফাইজা এখন পুরুষ দলের কোচ

শহরের রাস্তায় ছেলেদের সাথে ফুটবল খেলে বড় হয়েছেন তিনি। মিশরের জাতীয় মহিলা টিমের অধিনায়ক হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। তিনি ফাইজা হায়দার। এখন তিনি একটি পুরুষ পেশাদার ক্লাবের প্রথম মহিলা কোচ।
৩৬ বছর বয়সী ফাইজা এখন দেশের চতুর্থ বিভাগের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ফাইজার কথায়, শুরুতে সামান্য অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম, তারা আমার কাছ থেকে সত্যিই কিছু শিখতে চায়। নিজেদের দক্ষতা বাড়াতে চায়।

মিশরের মহিলা ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন। ফাইজার মা খোদরা আবদালরাহমান বলেছেন, তিনি তাঁকে ফুটবলে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু সে তাঁর কথা শোনেনি, কারণ সে ফুটবলকে ভালবাসে। এখন সে পুরো দেশের গর্ব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post