পরিচয় দিয়েছিলেন তিনি রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইপো। আর এই পরিচয়েই তিনি উঠতি মডেলদের টলিউডে কাজ পাইয়ে দেওয়ার টোপ দিতেন। এরপর তাঁদের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল ও তোলাবাজি করতেন রণজিৎ বিশ্বাস ওরফে আকাশ নামে এক যুবক। এভাবেই চলছিল, কিন্তু সম্প্রতি এক প্রতারিতা ফেসবুকে ওই যুবকের ছবি সহ পুরো বিষয়টি শেয়ার করেন। আর সেটা নজরে পড়ে সয়ং মন্ত্রীর। এরপর রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসই এফআইআর দায়ের করেন রিজেন্ট পার্ক থানায়। সোমবার রাতে পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। রিজেন্ট পার্কের ২৭, বাবুরাম ঘোষ রোডে বাড়ি অভিযুক্ত যুবক রণজিৎ বিশ্বাসের। টলিউডে ছোটখাটো কাজ করত সে। সেই সূত্রেই তাঁর জানাশোনা ছিল টলিউড ইন্ডাস্ট্রির কয়েকজন কলাকুশলী ও ফটোগ্রাফারের সঙ্গে। নিজের ফেসবুক প্রোফাইলে কয়েকজন মডেলের সঙ্গে ছবি শেয়ার করেই প্রতারণার ফাঁদ পেতেছিল রণজিৎ।পুলিশ তদন্তে জানতে পারে আরেক বিস্ফোরক তথ্য, এই প্রতারণা চালাতে ফেসবুকে আটটি অ্যাকাউন্ট খুলেছিল সে। আর সেগুলি থেকেই উঠতি মডেলদের টোপ দিত রণজিৎ। কাজ পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা চাইত সে। এরপর কিছু ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ভয় দেখাতো সে। ঝাড়গ্রামের এক উঠতি মডেল এভাবেই প্রতারিত হন। তিনি টাকা ফেরত চাইতেই হুমকি পান বলে অভিযোগ।
ওই মডেলই ফেসবুকে পরো বিষয়টি জানিয়ে একটি পোস্ট করেন। সেই সঙ্গে তিনি হোয়াটসঅ্যাপে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রণজিৎ তিনটি মেয়ের নানা মডেলিংয়ের ছবি দিয়ে তাঁর সঙ্গে শারিরীক ঘনিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যাটে রণজিৎ এও দাবি করে এই তিনটি মেয়ে কাজের আগেই ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল। এবং চাইলে, জেদ করলেই সে এমন অনেক ‘এনজয়’ করতে পারে। এমনকি ওই উঠতি মডেলের সঙ্গেও এমন ‘এনজয়’ করতে পারে সে বলে দাবি করেছে রণজিৎ। ওই মডেল এই প্রস্তাবে রাজি না হতেই হুমকি দেয় সে। জানায়, ‘ক্ষমতা থাকলে টালিগঞ্জের ইন্ডাস্ট্রিতে পা দিয়ে দেখাও। এই ইন্ট্রাস্ট্রির সভাপতি স্বরূপ বিশ্বাস আমার কাকা’। এরপরই ওই মডেল রণজিতের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজে কথাবার্তার স্ক্রিন-শট ও ছবি দিয়ে ফেসবুকে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। বিষয়টি এরপর পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাসের নজরে আসতেই ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করা ওই যুবকের বিরুদ্ধে নিজের পরিবারের সুনাম নষ্ট হওয়ার অভিযোগ এনে রিজেন্ট পার্ক থানায় এফআইআর করেন। পুলিশ রাতেই রণজিৎকে পালটা টোপ দিয়ে গ্রেপ্তার করে।
Post a Comment
Thank You for your important feedback