জরিমানার সঙ্গে মিলবে "ফ্রি মাস্ক", কোভিড রুখতে নয়া নিয়ম মুম্বইতে

নিয়ম না মানলে জরিমানা দিতে হলেও মিলবে বিনামূল্যের মাস্ক। করোনা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা প্রচারে এরকমই উদ্যোগ নিল বৃহন্মুম্বই পুরসভা। জানা গিয়েছে, মুখে মাস্ক ছাড়া মুম্বইয়ের রাস্তায় কাউকে দেখলেই এবার ২০০ টাকা জরিমানা নেওয়ার পাশাপাশি তাঁদের বিনামূল্যে মাস্কও দেওয়া হবে। 


পুরসভার তরফে রবিবার একটি নির্দেশিকা জারি করা হয়, যাতে বলা হয়েছে গত এপ্রিল মাস থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জনসমক্ষে মাস্ক না পরার অপরাধে ৪.৮৫ লক্ষ মুম্বইবাসীকে জরিমানা দিতে হয়েছে, যার পরিমাণ প্রায় ১০.৭ কোটি। কর্পোরেশনের মতে, নিয়ম ভঙ্গকারী জরিমানা দিলেও মাস্ক ছাড়াই কিন্তু ফের চলে যাচ্ছিলেন। ফলে সচেতনতা প্রচারের উদ্দেশ্যই বিফল হত। তাই এবার ২০০ টাকা জরিমানার পাশাপাশি সচেতন করার উদ্দেশ্যে মাস্কও বিতরণ করা হবে। 


প্রসঙ্গত, দীপাবলির পর কোভিডের গ্রাফ ঊর্দ্ধমুখী হওয়া ঠেকাতে মুম্বই জুড়ে কড়া হয়েছে নাকা চেকিং। ফলে জরিমানার পাশাপাশি করোনা ঠেকাতে সামাজিক দূরত্ব পালন, মাস্ক ব্যবহার অত্যাবশ্যক করা হয়েছে বলে জানান বৃহন্মুম্বই পুরসভার এক আধিকারিক।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post