গুড় ব্যবসায়ীদের মন খারাপ

যতদিন যাচ্ছে তত পারদ নামছে। উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই। ইতিমধ্যে বের হয়ে গিয়েছে গরম জামাকাপড়ও। শুরু হয়েছে শীতের খাওয়াদাওয়া। তার মধ্যে অন্যতম পিঠে পুলি। যার জন্য দরকার খেজুর গুড়। সেই গুড়ে এবার পড়েছে করোনার নজর। 

বীরভূমে বক্রেশ্বর যাওয়ার রাস্তার ধারে সিঊড়ি যাওয়ার পথে তৈরি হয় খেজুর গুড়। শীতের সকালে সেখানে তৈরি হচ্ছে খেজুর গুড় আর পাটালি। কিন্তু এবছর করোনা আবহে গুড় ব্যবসায়ীদের মন খারাপ। অন্যবছর পর্যটকরা বক্রেশ্বর যাওযার সময় গুড় কিনে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু এবছর পর্যটকদের আনাগোনা কম থাকায় তাঁদের ব্যবসায় মন্দা। আর্থিক সঙ্কটে ভুগছেন গুড় ব্যবসায়ীরা। গুড় ব্যবসায়ীরা জানাচ্ছেন, যদি একটু সরকার থেকে কিছুটা সুবিধা পাওয়া যায় তাহলে সুরাহা হয়। ক্রেতা কম হওয়া কিলো প্রতি গুড়ের দামও কমিয়ে দিয়েছেন তাঁরা। তাই লাভের মুখও কম দেখছেন গুড় বিক্রেতারা।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post