তাঁদের টিকা সম্পূর্ণ কার্যকর, বিভ্রান্তির মধ্যেই জানাল সিরাম

করোনা টিকার কার্যকারিতা নিয়ে বিভ্রান্তির মাঝেই সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, তাদের টিকা সম্পূর্ণ নিরাপদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সহযোগিতায় এই টিকা তৈরি করছে তারা। সিরামের দাবি, ভারতে সব প্রোটোকল মেনেই তাদের পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে। অন্যদিকে, এই সংশয় থাকায় এই টিকার আমেরিকা ও ইউরোপে অনুমোদন পেতে দেরি হতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা তাদের টিকার প্রস্তুতিগত ত্রুটির কথা স্বীকার পর থেকেই দুনিয়াজুড়ে চরম বিভ্রান্তি ছড়ায়। তারা তাদের পরীক্ষার প্রাথমিক রিপোর্ট নিয়ে প্রশ্ন ওঠে। তাদের টিকা দারুণ কার্যকর বলে বিবৃতি দেওয়ার পরেই ব্রিটেন ও ব্রাজিলের স্বেচ্ছাসেবীদের দুই ডোজে যথেষ্ট টিকা দেওয়া হয়নি বলে কথা উঠেছে। সিরাম জানিয়েছে, তাদের টিকা খুব কম হলেও ৬০-৭০ শতাংশ কার্যকর। করোনার সঙ্গে লড়ার জন্য তা যথেষ্ট। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post