৫ কোটির জবাবে ১০০ কোটির মানহানির মামলা সিরামের

সিরামের টিকা নিয়ে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমন অভিযোগে সিরামের বিরুদ্ধে ৫ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়ে ২১ নভেম্বর আইনি নোটিশ পাঠিয়েছেন চেন্নাইয়ের ৪০ বছরের এক স্বেচ্ছাসেবক। তৃতীয় পর্যায়ের পরীক্ষায় সিরামের কোভিশিল্ড টিকা নিয়েছিলেন তিনি। ১ অক্টোবর চেন্নাইয়ের রামচন্দ্র ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চে তাঁকে টিকা দেওয়া হয়েছিল। তাঁর বক্তব্য, টিকা নেওয়ার ১০ দিন পর তাঁর প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। চোখে আলো সহ্য হচ্ছিল না। তিনি কাউকে চিনতে পারছেন না, কথাও বলেত পারছেন না। অ্যাকিউট এনসেফ্যালোপাথি নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

তাঁর এই অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে সিরাম তাঁর বিরুদ্ধে পাল্টা ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থার সঙ্গে টিকার পরীক্ষার একেবারেই কোনও যোগ নেই। তিনি মিথ্যে অভিযোগ এনে সিরামকে কলঙ্কিত করার অপচেষ্টা করছেন। কেননা, টিকা দেওয়ার আগেই তাঁকে সবকিছু বলার পরও তিনি প্রকাশ্যে এমন অভিযোগ আনছেন। তাঁকে বলা হয়েছিল, টিকার সঙ্গে তাঁর অসুস্থতার কোনও যোগ নেই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post