এবার ইউটিউবে অডিও বিজ্ঞাপন

বিশ্বের জনপ্রিয় ভিডিওশেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন বিজ্ঞাপন ফর্ম্যাটের কথা জানিয়েছে। যাঁরা ইউটিউবে দেখার চেয়ে বেশি শোনেন, তাদের জন্যই এ বিজ্ঞাপন। এর ফলে বিজ্ঞাপনদাতারা আরও নির্দিষ্টভাবে বিজ্ঞাপন দিতে পারবেন। অডিও বিজ্ঞাপন নামের এ বিজ্ঞাপন ফর্ম্যাট সম্পর্কে বিস্তারিত এক ব্লগ পোস্টে জানান হয়েছে। সেখানে বলা হয়েছে, অডিও বিজ্ঞাপন হল সেইসব ভিডিও’র জন্য, যেগুলো দর্শকরা দেখার চেয়ে বেশি শুনে থাকেন।


তবে বিজ্ঞাপনগুলো এমন হবে, এটির অডিও সবচেয়ে ভালোভাবে যোগাযোগ তৈরি করতে পারবে। ভিসুয়াল সাইডে থাকছে ছবি কিংবা সাধারণ অ্যানিমেশন। পরীক্ষামূলকভাবে অডিও বিজ্ঞাপন ক্যাম্পেন চালিয়ে ৭৫ শতাংশের বেশি বিজ্ঞাপন অধিক ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে পেরেছে বলে দাবি করছে ইউটিউব।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post