পরপর দুই ম্যাচে জিতে সিরিজ অস্ট্রেলিয়ার

পরপর দুই ম্যাচে হেরে সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। রবিবার সিডনিতে টসে জিতে ব্যাট করতে নেমে ৩৮৯ রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে ৫১ রানে হারে ভারত। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার কেন ৭৭ বলে ৮৩ রান, অ্যারন ফিঞ্চ করেছেন ৬৯ বলে ৬০ রান। তাঁরা ফিরলে স্টিভ স্মিথ ৬৪ বলে ১০৪ রান করেন। একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে টানা ৩টি সেঞ্চুরি করেন তিনি। মার্নাস লাবুশানও করেছেন ৬১ বলে ৭০ রান। গ্লেন ম্যাক্সওয়েল ২৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। এই ৫ ব্যাটসম্যানের দৌলতে মাত্র ৪ উইকেটের বিনিময়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৮৯ রান।


ব্যর্থ ভারতের বোলাররা। হার্দিক পান্ডিয়া স্মিথকে আউট করলেও তাঁর সেঞ্চুরি আটকানো যায়নি। ৪ ওভারে ২৪ দিলেন তিনি। শামি দিয়েছেন ৭৩ রান, বুমরা দিয়েচেন ৭৯। ২ জনেই পেয়েছেন একটি করে উইকেট। নবদীপ সাইনি ৭ ওভারে দিয়েছেন ৭০। উইকেট পাননি জাদেজা, চহালও। 


ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতের ওপেনার শিখর ধাওয়ান ২৩ বলে ৩০ রান করে যখন প্যাভেলিয়নে ফেরেন দলের রান তখন মাত্রই ৫৮। ৪ বল পরেই আউট হল আরেক ওপেনার ময়াঙ্ক আগরওয়াল ২৬ বলে ২৮ রান করে আউট হন। বিরাট কোহালি করেন ৮৭ বলে ৮৯ রান।  জশ হ্যাজেলউড ৯ ওভারে ৫৯ রান দিয়ে ২ উইকেট নেন। প্যাট কামিন্স ১০ ওভারে ৬৭ দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। ৫০ ওভারে ভারত ৯ উইকেট হারিয়ে তোলে ৩৩৮ রান। বুধবার ক্যানবেরায় ওভালের মাঠে লড়াই সম্মান রক্ষার।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم