দেশে করোনা আক্রান্ত ৯৪ লাখ ছাড়িয়ে গেল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হলেন ৩৮,৭৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪,৩১,৬৯২। নতুন মৃত্যু হয়েছে ৪৪৩টি। মোট মৃত এখন ৪,৪৬,৯৫২ জন। মোট সুস্থ হয়েছেন ৮৮,৪৭,৬০০। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, গোটা বিশ্বে প্রতি দশলক্ষ পিছু মৃত্যুর হার ভারতে সবথেকে কম। এখন তা দশ লাখে ৯৯ জন। এখন দৈনিক মৃত্যুর হার পাঁচশোরও কম। যে আটটি রাজ্যে মৃত্যুর হার বেশি তার মধ্যে সবথেকে বেশি দিল্লিতে, তারপর মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ। ২২টি রাজ্যে মৃত্যুর হার জাতীয় গড় ১.৪৬ শতাংশেরও কম। 


রাজস্থানের বিজেপি বিধায়ক কিরণ মাহেশ্বরীর করোনায় মৃত্যু হয়েছে। রাজস্থানে করোনার প্রকোপ ঠেকাতে ১২ট জেলা সদরে নৈশ কার্ফু জারি করা হয়েছে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। জয়পুর, কোটা, উদয়পুর, বিকানের, আজমের, ভিলওয়ারা ,নাগোর, পালি, টঙ্ক, শিকার ও শ্রীগঙ্গানগরে রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। সাতটার মধ্যে দোকানবাজার বন্ধ করতে হবে। গোটা ডিসেম্বর মাসই বন্ধ থাকবে স্কুলকলেজ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم