দেশে কমছে দৈনিক সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার

গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩২২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৩ লাখ ৫১ হাজার ১০৯ জন। আক্রান্তের সংখ্যার নিরীখে ভারত এখন আমেরিকার পরই বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। উৎসবের মরশুম শেষে আচমকা দৈনিক সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেলেও আশার আলো ফের নিম্নমুখী সংক্রমণ। বৃহস্পতিবারই দেশে দৈনিক সংক্রমণের হার ছিল ৪৩ হাজারের কাছাকাছি, শুক্রবার সেটা আরও নামলো দৈনিক সংক্রমণ।

 পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গিয়েছে ৪৮৫ জনের। এই সংখ্যাও অনেকটা কমেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে। এখনও পর্যন্ত ভারতে করোনার বলি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ২০০ জন। দেশের মোট মৃত্যুর সিংহভাগই মহারাষ্ট্রে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কর্নাটক ও তামিলনাড়ু। এরপরই দিল্লি ও পশ্চিমবঙ্গের স্থান। এরমধ্যেই সুস্থতার হারও বেড়েছে দেশে। যা আমেরিকা ও ইউরোপীয় দেশগুলির তুলনায় অনেকটাই বেশি। 

এখনও পর্যন্ত দেশে মোট ৮৭ লাখ ৫৯ হাজার ৯৬৯ জন করোনা মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের ৯৩ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৪৫২ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে উৎসবের মরশুমের ধাক্কা কাটিয়ে উঠে ফের আশার আলো দেখা যাচ্ছে। এরমধ্যেই করোনা ভাইরাসের টিকা আগামী বছরের শুরুতেই চলে এলে ভারত করোনার প্রভাব অনেকটাই কাটিয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post