দাবিতে অনড় কৃষকরা, জরুরি বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

 


তাঁদের দাবিতে অনড় আন্দোলনরত কৃষকরা। কেন্দ্রের প্রস্তাব ফিরিয়ে তাঁরা বলেছেন, কোনও অবস্থাতেই তাঁরা দিল্লির নিরঙ্কারি ময়দানে যাবেন না। কারণ, তাঁদের মতে, সেটি খোলা জেল। কোনও শর্তসাপেক্ষে আলোচনাতেও তাঁরা রাজি নন। তাঁরা দিল্লিতে ঢোকার সব পথই বন্ধ করে দেবেন। অন্যদিকে, দিল্লির সব সীমান্তেই বসে রয়েছেন তাঁরা। ক্রমশই বাড়ছে উত্তেজনার পারদ। সিঙ্ঘু., টিকরি, গাজিয়াবাদ সীমানায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। এদিনই গাজিপুরে এসে যোগ দিয়েছেন উত্তরাখণ্ডের চাষিরা।

এই অবস্থায় কী করণীয় তা ঠিক করতে রবিবার রাতে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বৈঠক হয়েছে বিজেপি সভাপতি জে পি নাড্ডার বাড়িতে। বৈঠক চলে প্রায় ২ ঘণ্টা। আগামী ৩ তারিখে কৃষকদের বৈঠকে বসার আমন্ত্রণ জানানো হয়েছিল।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post